অনলাইন ডেস্ক. জুলাই গণআন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধা, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখসারির কয়েকজন নেতাকে গানম্যান দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও চলছে। এ তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, জেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ কয়েকজন রাজনৈতিক নেতা গানম্যান চেয়ে আবেদন করেছেন। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, বিএনপি ও জেপির কয়েকজন সংসদ-সদস্য প্রার্থীও এই তালিকায় রয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানায়, জুলাই যোদ্ধারা দীর্ঘদিন ধরেই হত্যার হুমকিতে রয়েছেন। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে নির্বাচনের আগে ষড়যন্ত্রের আশঙ্কার কথাও উঠে এসেছে। তবে পুলিশ বাহিনীতে পর্যাপ্ত জনবল না থাকায় সবাইকে গানম্যান দেওয়া সম্ভব হচ্ছে না। ঝুঁকি বিশ্লেষণ করে যাদের বেশি হুমকি রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
