শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeরাজধানীখাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু

খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক. রাজধানীর হাতিরঝিলে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে ইলহাস চৌধুরী (১৪ মাস) এবং তার বোন আফ্রিদা চৌধুরী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। পরে আজ (রোববার) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া। তিনি জানান, শনিবার দুপুরের দিকে খবর পেয়ে একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল সকালে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় তারা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য