শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
Homeসারাদেশনারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের রাসেল গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করছেন শ্রমিকরা।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টসের সামনে জড়ো হন শ্রমিকরা। কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটক বন্ধ ও ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে তারা কারখানার সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক সুমন মিয়া বলেন, ‘আগে থেকে নোটিশ ছাড়াই বৃহস্পতিবার কারখানা বন্ধ করে দেয়, এখন আবার আমাদের ছাঁটাই করেছে, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।

এ বিষয়ে আগে থেকে কোনো কার্যকর নির্দেশনা জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, কিছু শ্রমিকের লে-অফ ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, ‘কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা গার্মেন্টসের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন।তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে প্রায় দুই শতাধিক শ্রমিক উপস্থিত আছে। পরিস্থিতি শান্ত রাখতে শিল্প পুলিশ ঘটনাস্থলে নজরদারি করছে।’

সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল হালিম বলেন, ‘পোশাক কারখানার শ্রমিকরা ফ্যাক্টরির সামনে অবস্থান করছে, তাদের দাবি-দাওয়া আদায়ের জন্য গার্মেন্টসের সামনে তারা বিক্ষোভ করছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য