অনলাইন ডেস্ক. সৌদি প্রো লিগের ক্লাবগুলোর নজরে এবার মোহাম্মদ সালাহ। বিশ্ব ফুটবল সামিটে অংশ নিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল। লিভারপুলে চলমান অস্থিরতার মধ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মিসরীয় তারকা।
কিছুদিন ধরেই লিভারপুলে অস্বস্তিকর সময় পার করছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।
লিডসের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর ক্লাব তাকে ‘বাসের নিচে ফেলে দিয়েছে’ এমন বক্তব্যে বিতর্ককে আরও উসকে দেন সালাহ। এর পরিপ্রেক্ষিতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে লিভারপুলের দলে ছিলেন না তিনি। ঠিক এমন পরিস্থিতিতে বিশ্ব ফুটবল সামিটে মুগারবেল বলেন, ‘মোহাম্মদ সালাহকে সৌদি লিগে স্বাগত।
তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা ও চুক্তির দায়িত্ব ক্লাবগুলোর। অবশ্যই সালাহ আমাদের টার্গেটদের একজন।এর আগেও সৌদি প্রো লিগে মোটা অঙ্কের প্রস্তাব পাওয়ার গুঞ্জন উঠেছিল সালাহকে ঘিরে। তবে জানুয়ারি উইন্ডোতে প্রো লিগে যাওয়ার প্রশ্নে সালাহ বলেন, ‘এই প্রশ্নের উত্তর দিতে চাই না।যদিও সৌদি লিগের সব ক্লাব যে সালাহকে চাইছে তা নয়। আল খলুদ ক্লাবের চেয়ারম্যান বেন হারবার্গ স্পষ্টই বলেছেন, সালাহ লিগের জন্য ‘ভালো ফিট’ হবেন না।
হারবার্গ বলেন,তার আসা নিয়ে জনমধ্যেও দোটানা আছে। বয়স ৩৩, লিভারপুলে বিপুল অর্থ পেয়েছেন এবং এরপর থেকে পারফরম্যান্সও ভালো নয়।
তিনি তারকা নাম সেটা ঠিক, কিন্তু আমাদের লিগের জন্য আদর্শ নন।
তিনি আরো বলেন,সালাহ আর ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে বেছে নিতে হলে আমি ভিনিসিয়ুসকে নেব। আমাদের লক্ষ্য হওয়া উচিত ২৫ বছরের পরবর্তী প্রজন্ম, ক্যারিয়ারের শেষ স্টেশনে থাকা খেলোয়াড় নয়।
