বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Homeবিনোদনট্রাইব্যুনাল’ ছিনেমায় দেখা যাবে তানিয়া বৃষ্টিকে

ট্রাইব্যুনাল’ ছিনেমায় দেখা যাবে তানিয়া বৃষ্টিকে

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’এ দেখা যাবে অভিনেত্রীকে। গত মঙ্গলবার ছবিটি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি।তানিয়া জানান, গত কয়েক বছরে সিনেমায় অভিনয় করবেন কি না, এ নিয়ে বহু প্রশ্নের মুখে পড়েছেন তিনি। বলেন, “এখন সেই প্রশ্নের উত্তর প্রায় সবার জানা। আমি ‘ট্রাইব্যুনাল’ দিয়ে বড় পর্দায় ফিরছি।

তানিয়া বৃষ্টি বলেন, ‘প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প ও নির্মাতা-এই দুই কারণে কাজটি করছি। আমার চরিত্রটি দারুণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অসাধারণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।

এই অভিনেত্রী বলেন, ‘সিনেমা অনেক বড় ক্যানভাস। এখানে কাজ করতে হলে যোগ্যতা নিয়ে টিকে থাকতে হয়। তাই নিজেকে প্রস্তুত করার জন্য ছোট পর্দায় কাজ করেছি। এই আট-দশ বছরে নিজেকে বড় পর্দার জন্য তৈরি করেছি। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই।

তানিয়া আরও বলেন, ‘নাটকের মাধ্যমেই দর্শক আমাকে চেনেন। এই প্ল্যাটফর্ম ছাড়া তো আমাকে কেউ চিনত না। তাই সিনেমা করলে নাটক ছাড়তে হবে- এমন কোনো কথা নেই।

তানিয়া বৃষ্টি ২০১২ সালেই শোবিজে যাত্রা শুরু করেন। ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরে ছোট পর্দাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেন অভিনেত্রী।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য