আন্তর্জাতিক. রাশিয়ার শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ান বাহিনী পুরো ফ্রন্টলাইনে অগ্রসর হচ্ছে এবং মিরনোগ্রাদ শহরে ঘেরাও হওয়া ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। খবর রয়টার্সের।
দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে যুদ্ধরত ‘সেন্টার গ্রুপিং’-এর সঙ্গে একটি কমান্ড পোস্ট বৈঠকে গেরাসিমভ জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিরনোগ্রাদে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করার নির্দেশ দিয়েছেন। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল প্রায় ৪৬ হাজার, এটি পোক্রোভস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত।
গেরাসিমভ দাবি করেন, রাশিয়া ইতোমধ্যে মিরনোগ্রাদের ৩০ শতাংশের বেশি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়া পার্শ্ববর্তী পোক্রোভস্ক শহরকে সোভিয়েত আমলের নাম ‘ক্রাসনোআরমেইস্ক’ নামে দাবি করে তারা পুরো শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং মিরনোগ্রাদে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে। একে রাশিয়ানরা ‘দিমিত্রোভ’ নামে ডাকে।
অন্যদিকে, ইউক্রেন বারবার রাশিয়ার দাবি অস্বীকার করে বলেছে, পোক্রোভস্ক পুরোপুরি পতন ঘটেনি।
ইউক্রেনীয় বাহিনীর দাবি, তারা এখনো শহরের একটি অংশ ধরে রেখেছে এবং মিরনোগ্রাদে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ১৯.২% ভূখণ্ড নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া, পুরো লুহানস্ক, দোনেৎস্ক অঞ্চলের ৮০% এর বেশি, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের প্রায় ৭৫% এবং খারকিভ, সুমি, মাইকোলাইভ ও দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের কিছু অংশ।
