রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
Homeবিনোদনছবিতে স্বাক্ষর না করলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি

ছবিতে স্বাক্ষর না করলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি

বিনোদন ডেক্স. বিশ্বের অন্যতম সুন্দরী নারী তিনি। ঐশ্বরিয়ার রূপের জাদুতে বুঁদ উপমহাদেশ। সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভালে যোগ দিতে সৌদি আরবে গেছেন রাই সুন্দরী, আরব মরুভূমির ছবি উৎসবে রূপে ছটা ছড়িয়েছে নীল নয়না।

সেখানে হলিউড সেনসেশন ডাকোটা জনসনের সঙ্গি একটি মজাদার ছোট্ট চ্যাট করেছিলেন, যা দ্রুতই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

তবে ইভেন্টের হাইলাইট ছিল জেদ্দায় ঐশ্বর্যর মাস্টার ক্লাস, যেখানে তিনি অভিনয়ের নৈপুণ্য সম্পর্কে কথা বলেছিলেন এবং কিভাবে তিনি প্রকল্পগুলি বেছে নেওয়ার সময় নিরাপত্তাহীনতায় ভোগেন না, তা-ও স্পষ্ট করেন।

হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই বলেন, ‘আমি আরাধ্যার যত্ন নেওয়া, অভিষেকের সঙ্গে সময় কাটাতে এতটাই ব্যস্ত যে ছবিতে স্বাক্ষর না করলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি। নিরাপত্তাহীনতা কখনোই আমার জন্য চালিকাশক্তি ছিল না।

এই বক্তব্যের সাথেই দাম্পত্যে চিড় ধরার গুঞ্জনে ইতি টানলেন নায়িকা।বুঝিয়ে দিলেন অভিষেকের সঙ্গেই আছেন তিনি। যদিও বচ্চন পরিবারের, বিশেষত শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে তার সমীকরণ মোটেই ইতিবাচক নয় বলেই আলোচনা।

অনুষ্ঠানের একটি ভাইরাল ভিডিওতে ঐশ্বরিয়া ব্যাখ্যা করেছেন, ‘আমি মনে করি এটি (নিরাপত্তহীনতায় না ভোগা) আমার সত্তার একটা বাস্তব দিক। নিরাপত্তাহীনতা কখনোই আমার জীবনের চালিকাশক্তি ছিল না, যা আশপাশের অনেক কণ্ঠস্বর আপনার মাথায় প্রবেশ করার চেষ্টা করতে পারে এবং কখনো কখনো পছন্দগুলি চালিত করতে পারে।

এটি এমন কিছু, যা আমি কখনো ছিলাম না। এটাও একটা স্পষ্টতা। আমার পুরো ক্যারিয়ার চয়েজ কিন্তু অজান্তেই। বিশ্বজয় করে ছবির দুনিয়ায় আসেন ঐশ্বরিয়া। তাঁর গুরু ইরুভার পরিচালক মণিরত্নম স্পষ্ট জানিয়েছিলেন, তিনি ঐশ্বরিয়াকে লঞ্চ করছেন না।তিনি একটা সিনেমা করছেন। নায়িকার মনে হয়েছিল এই রকম ছবিই তিনি করতে চান।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য