নিজস্ব প্রতিবেদক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাতউল্ল্যাহ জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে নিহতদের মরদেহ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে আন্তর্জাতিক প্রটোকল মেনে উত্তোলন করা হবে।
আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে কবরস্থান পরিদর্শনে এসে তিনি বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে মরদেহ উত্তোলন অপরিহার্য। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ফরেনসিক বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট সংস্থার উপস্থিতিতে সব প্রক্রিয়া সম্পন্ন হবে।
তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে ভিডিও ডকুমেন্টেশনসহ প্রয়োজনীয় সব বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হবে। সিআইডি প্রধান আরও বলেন, মরদেহ উত্তোলনের পর প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ, সময় ও পটভূমি যাচাই করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়া অভ্যুত্থান সংক্রান্ত তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে এবং সত্য উদঘাটনে সহায়তা করবে।
