রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
Homeসারাদেশনদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি. মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গিলন্ড এলাকা এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন,গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) ও আজগরের ছেলে জামিল (৩)। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে যানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় ওই শিশুরা। এ সময় খেলার ছলে মাঠের পাশে কালীগঙ্গা নদীতে যায় জুনায়েদ ও জামিল। তাদের মাঠে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানীয় বাসিন্দারা অচেতন অবস্থায় উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য