ধর্ম ডেক্স. কোনো মৃত মুসলমানের লাশ দেখলে তার জন্য আল্লাহর রহমত ও মাগফেরাত প্রার্থনা করুন, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতের উচ্চ মর্যাদা প্রার্থনা করুন। তার ব্যাপারে ইতিবাচক কথা বলুন, তার প্রশংসা করুন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসুল (স.) বলেন, আপনারা মৃতদের ভালো কাজগুলোর আলোচনা করুন এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকুন। (সুনানে আবু দাউদ)
নবীজি (সা.) থেকে বর্ণিত নিম্নোক্ত ৪টি দোয়া যে কোনো মৃত মুসলমানের জন্য পড়তে পারেন:
১. মৃত মানুষ দেখে পড়ুন এই দোয়াটি:
اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ، فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ، وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ، اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، فَإِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ.
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না ফুলান ইবন ফুলান ফি যিম্মাতিকা ওয়া হাবলি জিওয়ারিকা, ফাকিহি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন্নার, ওয়া আনতা আহলুল ওয়াফা-ই ওয়াল হাক্কি, আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু, ফাইন্নাকা আন্তাল গফুরুর রাহীম।
