ইউসুফ আলী,ঢাকা.রাজধানী ঢাকার ফকিরাপুল এলাকায় প্রায় তিন শতাধিক ফুটপাতবাসী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে মানবতার ফাউন্ডেশন। শুক্রবার জুমার নামাজের পর এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে সংগঠনটির পক্ষ থেকে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবতার সেবা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোকে লক্ষ্য করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় এই খাবার বিতরণ করা হয়। খাবার নিতে আসা অনেকেই জানান, এমন উদ্যোগ তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দেয়।
এ উপস্থিত ছিলেন, মানবতার ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফারুক মিয়া, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উজ্জ্বল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্যরা। তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাওয়ার কথা বলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সমাজের সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানসমূহ এগিয়ে এলে ফুটপাতবাসীসহ অসহায় মানুষের জীবনমান আরও উন্নত হবে।
