সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বনাইজেরিয়ায় আবারও স্কুলে হামলা

নাইজেরিয়ায় আবারও স্কুলে হামলা

অনলাইন ডেক্স. বৃহস্পতিবার নাইজেরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নাইজেরিয়াকে “খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি ও টেকসই পদক্ষেপ” নেওয়ার আহ্বান করেন বলে পেন্টাগন জানায়।

হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রকে হুমকি মুখে ফেলতে পারে এমন সন্ত্রাসীদের প্রতিরোধ ও মোকাবিলায় নাইজেরিয়ার সঙ্গে কাজ করতে চায় ওয়াশিংটন।

তবে নাইজেরিয়া সরকার বলেছে, খ্রিস্টানদের ওপর নিপীড়নের অভিযোগ পুরোপুরি ভুয়া। এক কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা তাদের আদর্শ যারা মানে না মুসলিম, খ্রিস্টান বা নাস্তিক তাদের সবাইকে আক্রমণ করেনাইজেরিয়া বর্তমানে বহুস্তরীয় নিরাপত্তা–সংকটে লড়ছে।

দেশটির ২২ কোটি মানুষের প্রায় অর্ধেক মুসলিম ও খ্রিস্টান, উত্তরে মুসলিমদের সংখ্যা বেশি।ব্যান্ডিট’ হিসেবে পরিচিত অপরাধীচক্রগুলো দেশের বহু এলাকায় মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের মহামারি শুরু করেছে। উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসীগোষ্ঠীগুলো এক দশকের বেশি সময় ধরে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে। সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে, উত্তরাঞ্চলে হামলা বেশি হওয়ায় এসব গোষ্ঠীর অধিকাংশ শিকার মুসলিম।

দেশের কেন্দ্রীয় অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশুপালক সম্প্রদায় এবং খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কৃষকদের মধ্যে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষ হয়। তবে বিশ্লেষকদের মতে, এসব সংঘাত ধর্মের চেয়ে পানি বা জমির মতো সম্পদ নিয়ে প্রতিযোগিতা থেকে সৃষ্টি হয়।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, কওয়ারা রাজ্যের এরুকু এলাকায় গির্জা থেকে অপহৃতদের মুক্তিপণ দাবি করেছে হামলাকারীরা। অপরাধচক্রের অর্থের উৎস বন্ধ করতে মুক্তিপণ দেওয়া আইনত নিষিদ্ধ করা হলেও এর কার্যকারিতা খুব কম।

এদিকে কেব্বি রাজ্যের মাগা শহরে সোমবার অপহৃত স্কুলছাত্রীদের মধ্যে দুই জন পালাতে সক্ষম হয়েছে, কিন্তু ২৩ জন এখনও নিখোঁজ।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য