সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeসারাদেশধানক্ষেতে কাঁদল নবজাতক, চাঞ্চল্য সৃষ্টি

ধানক্ষেতে কাঁদল নবজাতক, চাঞ্চল্য সৃষ্টি

রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে ধানক্ষেত থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে গ্রামবাসী। খোলা আকাশের নিচে পড়ে থাকা ফুটফুটে শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে আসে স্থানীয়রা।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষি কাজে বাড়ি থেকে বের হন আব্দুল করিম নামের এক কৃষক।

ধানের ক্ষেতের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ কান্নার ক্ষীণ শব্দ কানে আসে। প্রথমে বিষয়টি বুঝতে না পেরে তিনি চারপাশে খোঁজ নিতে থাকেন। এক পর্যায়ে ধানের গাছ সরিয়ে দেখেন মাঝখানে একটি নবজাতক ছেলে শিশু পড়ে আছে। শিশুটি তখনও চিৎকার করে কাঁদছিল।

এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান তিনি। কিছুক্ষল পরই তার ডাক শুনে আশপাশের মানুষ ছুটে আসে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে শিশুটিকে কে বা কারা ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

শিশুটিকে প্রথমে হাতে তুলে নিয়ে নিজের গামছায় জড়িয়ে রাখেন কৃষক আব্দুল করিম।

তিনি বলেন,এত ছোট একটা বাচ্চাকে এভাবে ফেলে রাখা-ভাবতেই চোখে পানি আসে। আমি দ্রুত গ্রামবাসীকে খবর দিই। পরে সবাই মিলে শিশুটিকে যত্ন নিতে থাকি।এলাকাবাসী জানায়, শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সেবা দেওয়া হয়।পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।একজন স্থানীয় নারী বাসিন্দা বলেন, ‘আমরা শিশুটিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। কে এমন নির্মম মানুষ হতে পারে! আল্লাহর রহমতে বাচ্চাটা বেঁচে গেছে, এটাই আমাদের স্বস্তি।’

মানবিকতার এ হৃদয়বিদারক ঘটনাটি মুহূর্তেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শিশু বাঁচাতে গ্রামবাসীর ঐকান্তিক চেষ্টা ও দ্রুত উদ্যোগকে প্রশংসা করছেন সকলেই।

নবজাতকটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সমাজসেবী সংগঠনগুলো ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। শিশুটিকে কে বা কারা এমন নির্মমভাবে ফেলে রেখে গেল তা নিয়ে গ্রামজুড়ে নানা আলোচনা চলছে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে গ্রামবাসী আমাদের খবর দেয়। পরে পুলিশ সদস্যের মাধ্যমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ আছে। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘কে বা কারা শিশুটিকে ফেলে গেছে,তা খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য