অনলাইন ডেক্স. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মওলানা ভাসানী এই জাতির অবহেলিত ও শোষিত মানুষের অধিকার রক্ষার সংগ্রামে চিরদিন আলোর দিশারি হয়ে থাকবেন। গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর আপসহীন সংগ্রাম আজও আমাদের প্রেরণা জোগায়। মানুষের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে ভাসানীর সাহস ও দেশপ্রেম যুগে যুগে পথ দেখাবে এমন মত প্রকাশ করেন তিনি।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, মজলুম জননেতা ভাসানীর স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত মানুষের মুক্তির পথে ভাসানী ছিলেন এক সাহসী নেতার প্রতিচ্ছবি। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল স্পষ্ট ও আপসহীন।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে মওলানা ভাসানীর নেতৃত্ব ছিল প্রেরণাদায়ী। তাঁর দৃপ্ত কণ্ঠে অত্যাচারী শক্তির মসনদ কেঁপে উঠত। জনস্বার্থে অবিচল থাকার কারণেই তিনি জনগণের আস্থা অর্জন করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করতে পারলেই জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হবে।
