সাভার প্রতিনিধি: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় পার্কিং করে রাখা শ্রমিকবাহী একটি মিনিবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে বাসটি থেকে লাফিয়ে প্রাণ বাঁচান চালক সেলিম মিয়া। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০টার দিকে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ৩৩ মিনিটের দিকে এক ব্যক্তি দৌড়ে এসে সাভার ফায়ার স্টেশনে আগুন লাগার তথ্য দেন। এরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০-১৫ মিনিটের মধ্যে আগুন নেভায়। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চালক সেলিম মিয়া জানান, প্রতিদিনের মতো তিনি শ্রমিকদের নামিয়ে বাসটি গেন্ডা ইউটার্নের পাশে পার্ক করেন এবং সেখানেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসের পেছনের অংশে আগুন লাগলে তিনি লাফিয়ে বের হয়ে এসে বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের উৎস কী-তা এখনো পরিষ্কার নয়। সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদও জানান, আগুন কিভাবে লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হবে। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ১৬-১৭ নভেম্বর দেশ অচল করার ডাক দিয়েছে। এর আগেও আশুলিয়া এলাকায় দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যান ও দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।
