সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজনীতিতিস্তা ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি

তিস্তা ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি

অনলাইন ডেক্স. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, ক্ষমতায় এলে পদ্মা ও তিস্তার ন্যায্য পানিবণ্টন নিশ্চিত এবং ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমান ভিত্তিতে সম্পর্ক থাকবে এবং দাদাগিরির সুযোগ নেই।

ফখরুল বলেন, প্রতিটি দেশ স্বার্থ রক্ষা করে এটা স্বাভাবিক। কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা সম্ভব নয়। বিএনপি সরকার গঠিত হলে, দেশের স্বার্থ রক্ষায় পদ্মা তিস্তা সংক্রান্ত ন্যায্য অধিকার আদায়ে কাজ করা হবে।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে জেলা পর্যায়ের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ আয়োজনের দায়িত্বে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশীদ, সহায়তায় ছিলেন অধ্যাপক শাহজাহান মিঞা ও মো. আমিনুল ইসলাম।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য