সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্ববিমান দুর্ঘটনায় নিহতের পরিবার পাবেন ২৮ মিলিয়ন ডলার

বিমান দুর্ঘটনায় নিহতের পরিবার পাবেন ২৮ মিলিয়ন ডলার

অনলাইন ডেক্স. যুক্তরাষ্ট্রের শিকাগো ফেডারেল আদালত বিমান নির্মাতা বোয়িং কোম্পানিকে ২০১৯ সালে ইথিওপিয়ায় সংঘটিত ভয়াবহ ৭৩৭-ম্যাক্স উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত জাতিসংঘ কর্মী শিখা গার্গের পরিবারের কাছে ২৮ মিলিয়ন

ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪২ কোটি টাকার সমান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১২ নভেম্বর) ঘোষিত এ রায় বোয়িংয়ের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার মধ্যে প্রথম। আদালতের নির্দেশ অনুযায়ী, শিখা গার্গের পরিবার মোট ৩৫.৮৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবে, যার মধ্যে মূল অর্থের সঙ্গে ২৬ শতাংশ সুদ অন্তর্ভুক্ত।

২০১৯ সালের ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২ ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। মাত্র ৩২ বছর বয়সী শিখা গার্গসহ ১৫৭ যাত্রী নিহত হন। মামলায় অভিযোগ করা হয়, বোয়িংয়ের নকশাগত ত্রুটি এবং যান্ত্রিক ত্রুটির বিষয়ে পর্যাপ্ত সতর্কতা না দেওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একই মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হয়। তদন্তে দেখা যায়, দুটি দুর্ঘটনার পেছনেই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার (অটোপাইলট) ত্রুটি বড় ভূমিকা রেখেছিল।

বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করছে এবং বেশিরভাগ মামলার নিষ্পত্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে পরিবারগুলো আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করলে কোম্পানি সেই অধিকারকে সম্মান জানাবে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বোয়িং এ ধরনের মামলার ৯০ শতাংশেরও বেশি নিষ্পত্তি করেছে এবং কয়েক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পরিশোধ করেছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য