সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeখেলাএক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল নিউজিল্যান্ড

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল নিউজিল্যান্ড

ক্রীয়া প্রতিবেদক. বৃষ্টিতে ভেসে গেল সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। তবে তার আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে হেরে শুরু করলেও পরের তিন ম্যাচে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয় মিচেল সান্টনারের দল।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই ধস নামে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে মাত্র ৪৮ রানে হারায় প্রথম পাঁচ উইকেট। রস্টন চেজ ৩৮ ও রোমারিও শেফার্ড ৩৬ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন, কিন্তু দলকে বড় সংগ্রহে নিতে পারেননি তারা। জ্যাকব ডাফি দুর্দান্ত বোলিং করে ৩৫ রানে নিয়েছেন ৪ উইকেট, আর জেমস নিশাম পেয়েছেন ২টি।

জবাবে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে ছিল একদম নিয়ন্ত্রিত। ওপেনার টিম রবিনসন ও ডেভন কনওয়ে মিলে গড়েন ৬৯ রানের জুটি। রবিনসন ফেরেন ৪৫ রানে, আর কনওয়ে অপরাজিত থাকেন ৪৭ রানে। রাচিন রবীন্দ্র (২১) আউট হলেও মার্ক চাপম্যানের ২১ রানের ইনিংসে সহজ জয় পায় স্বাগতিকরা ২৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয়।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার নেন একটি করে উইকেট। সিরিজের প্রথম তিন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ ম্যাচে ছিল একপেশে আধিপত্যনিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়েই গড়ে ওঠে এই জয়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য