সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeসারাদেশরাজশাহীসড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কেশাইল এলাকার শ্যালুকুড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

থানা ও স্থানীয় সূত্র জানায়, কাশিমালা গ্রামের রেজাউল ইসলামের ছেলে রায়হান কমলাপুর রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এসে দুপুরে স্ত্রী ও চার বছরের সন্তানকে নিয়ে মোটরসাইকেলে আক্কেলপুর যাচ্ছিলেন।

পথে শ্যালুকুড়ি ব্রিজের কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রায়হান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি।

স্থানীয়রা আহত রায়হান, তার স্ত্রী মিম্মা ও সন্তান আব্দুর রহমানকে আক্কেলপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মারা যান।
গুরুতর আহত স্ত্রী ও শিশুসন্তানকে পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বদলগাছী থানার ওসি মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য