সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্ববিস্ফোরণকাণ্ডে কাঁপছে ভারত

বিস্ফোরণকাণ্ডে কাঁপছে ভারত

আন্তর্জাতিক: দিল্লির ঐতিহাসিক লালকেল্লার পাশে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর রাজধানীজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট)। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়েছে এবং পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।

বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উত্তর প্রদেশে সংবেদনশীল ধর্মীয় স্থান, সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন রাজ্যের ডিজিপি। অতিরিক্ত মহাপরিদর্শক (এডিজি) অমিতাভ যশ জানিয়েছেন, সব নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয়েছে এবং প্রতিটি জেলায় হাই অ্যালার্ট জারি রয়েছে।

লখনউ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সংবেদনশীল এলাকাগুলোতে টহল ও তল্লাশি অভিযান বাড়াতে হবে।

এদিকে দিল্লির ঘটনার পর মুম্বাইয়েও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তা সংস্থার সূত্রে জানা গেছে, রাজধানীতে আটজন নিহত ও ২৪ জন আহত হওয়ার ঘটনার পর মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য