নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম তারিক সাঈদ মামুন (৫০)।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই হাফিজ বলেন,আমার ভাই সাধারণ মানুষ। কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। কে বা কেন তাকে হত্যা করেছে, আমরা কিছুই জানি না।
ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, সকাল ১১টার দিকে হাসপাতালের সামনে গুলির শব্দ শোনা যায়। পরে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সূত্রাপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
