সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeধর্মআল্লাহ যাদের দোয়া ফিরিয়ে দেন না

আল্লাহ যাদের দোয়া ফিরিয়ে দেন না

ইসলামী জীবন. মানুষের জীবনে এমন কিছু কাজ আছে,যেখানে আল্লাহ নিজেই সাহায্যের নিশ্চয়তা দিয়েছেন। কারণ এই কাজগুলো কেবল ব্যক্তিগত নয়, বরং ঈমান, আত্মসংযম ও সমাজকল্যাণের প্রতীক। নবী করিম (সা.) বলেছেন আল্লাহ তিন শ্রেণির মানুষকে সাহায্য করা নিজের ওপর কর্তব্য করে নিয়েছেন, আল্লাহর পথে জিহাদকারী, মুক্তির লক্ষ্যে পরিশ্রমী দাস (মুকাতাব) এবং যে ব্যক্তি পবিত্রতার উদ্দেশ্যে বিবাহ করতে চায়।” (তিরমিজি: ১৬৫৫)

প্রথমত, আল্লাহর পথে জিহাদকারী,যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে, নিজের নফসকে জয় করে এবং সৎ পথে অবিচল থাকে, তার জন্য আল্লাহর সাহায্য অবধারিত। এখানে জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে জীবনের প্রতিটি সংগ্রাম।

দ্বিতীয়ত, মুকাতাব বা যে দাস মুক্তির জন্য নিজেই প্রচেষ্টা চালায়। এ হাদিসের মর্মার্থ আজও প্রযোজ্য যে কেউ অর্থনৈতিক স্বাধীনতা বা জীবনের উন্নতির জন্য সৎ পথে পরিশ্রম করে, তার প্রতি আল্লাহর সহায়তা বর্ষিত হয়।

তৃতীয়ত, যে ব্যক্তি পবিত্র জীবন যাপনের উদ্দেশ্যে বিবাহ করতে চায়, আল্লাহ তার সহায় হন। এখানে সাহায্যের মানে শুধু রিজিক নয়, বরং মনোবল, সঠিক জীবনসঙ্গী ও দাম্পত্য জীবনে শান্তি।

এই হাদিসের সারকথা হলো যে মানুষ নেক উদ্দেশ্যে আন্তরিক প্রচেষ্টা চালায়, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না। তিনি সেইসব কর্মীর সঙ্গেই থাকেন, যারা সৎ ইচ্ছা ও পরিশ্রমে নিজেদের জীবন গড়ে তোলে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য