নিজস্ব প্রতিবেদক. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে। শাপলা কলি মার্কায় নিবন্ধন লাভের পর মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন,জাতীয় নাগরিক পার্টি এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এটি আমাদের সবার দল যারা নতুনভাবে রাজনীতি করতে চান, দেশকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগ দিন।
তিনি জানান, দীর্ঘ প্রচেষ্টা ও কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দলটি নিবন্ধন পেয়েছে। মার্চ থেকে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে জুনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয় এনসিপি। নির্বাচনী কমিশনের পর্যবেক্ষণ শেষে অবশেষে তারা কাঙ্ক্ষিত ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছে।
আহ্বায়ক বলেন,গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই ফেব্রুয়ারিতে এনসিপি প্রতিষ্ঠা করা হয়। জুলাই পদযাত্রায় আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি, সংস্কার ও পরিবর্তনের পক্ষে জনমত তৈরি করেছি।
তিনি আরও জানান, সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম চলছে এবং নভেম্বরের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।আমরা ৩০০ আসনেই সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিতে চাই। ইনশাআল্লাহ, শাপলা কলি মার্কায় খুব শিগগিরই আমাদের বিজয় আসবে যোগ করেন নাহিদ ইসলাম।
