চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে সরওয়ার বাবলা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
ঘটনাটি ঘটে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায়, যেখানে এরশাদ উল্লাহ মনোনয়ন পাওয়ার পর গণসংযোগে অংশ নিচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে অজ্ঞাত দুষ্কৃতকারীরা গুলি চালালে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে। রাতেই নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
উল্লেখ্য, গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
