সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজনীতিএখনও চূড়ান্ত প্রার্থী ঘোষণা হয়নি রুমিন ফারহানা

এখনও চূড়ান্ত প্রার্থী ঘোষণা হয়নি রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক. বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি আসনগুলোর বেশির ভাগ ফাঁকা রাখা হয়েছে সমমনা দলগুলোর জন্য, যারা আন্দোলন ও সংগ্রামে বিএনপির পাশে ছিল। পাশাপাশি, একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকার কারণে অনেক আসনে এখনও চূড়ান্ত প্রার্থী ঘোষণা হয়নি। তালিকায় আছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

গত সোমবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা জানান, “৬৩টি আসন ‘উইথ হোল্ড’ আছে। আমারও আসন ‘অন হোল্ডে’ আছে। দল বর্তমানে সবচেয়ে জেতার সম্ভাবনাযুক্ত প্রার্থী খুঁজছে, সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের মহাসচিবও বলেছেন—এটি সম্ভাব্য তালিকা; পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।”

তিনি আরও বলেন, “গত ১২–১৫ বছর ধরে যারা সুখ-দুঃখে বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা চলছে। তাই ৬৩টি আসন এখনও ঘোষণা হয়নি। এছাড়া নতুন কিছু দলের সঙ্গে জোট গঠনের বিষয়েও আলোচনা চলছে।”

মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের আবেগকে সম্মান জানানো উচিত উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীর কাছে একেকটি আসনই গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের ভালোবাসা, ত্যাগ ও শ্রমের কারণে আমরা এতদূর এসেছি। তাই তাঁদের মন খারাপ হওয়ার বিষয়টি আমরা সম্মান করি।”

নারী প্রার্থীর সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, “যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়ার সুযোগ আছে।”

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য