সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeখেলাআবারো বেতন বাড়ল নারী ক্রিকেটারদের

আবারো বেতন বাড়ল নারী ক্রিকেটারদের

ক্রীয়া প্রতিবেদক. বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার  মিরপুরে বোর্ড পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটারদের বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।

‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১ লাখ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকায় উন্নীত হয়েছে। ‘সি’ ক্যাটাগরিতে ৭০ হাজার থেকে বেড়ে হয়েছে ৯৫ হাজার, আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা।

এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের অতিরিক্ত ৩০ হাজার ও সহ-অধিনায়কদের ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নতুন চুক্তি কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন স্বর্ণা আক্তার। আর ‘ডি’ ক্যাটাগরিতে সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চুক্তির বাইরে থাকা খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ পেলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন বলে জানিয়েছে বিসিবি।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য