সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বআফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ১০

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ১০

আন্তর্জাতিক. আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিন্দুকুশ অঞ্চল। সোমবার (৩ নভেম্বর) ভোরে স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে খোলম এলাকায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এর কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ থেকে অল্প দূরে এবং ভূমিকম্পটির গভীরতা প্রায় ২৮ কিলোমিটার।

প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় অন্তত ১০ জন নিহত ও প্রায় ২৬০ জন আহত হয়েছেন। সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা বলেন, “সবাইকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে ঐতিহাসিক ব্লু মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, মাজার-ই-শরিফ ও আশপাশের এলাকায় বহু ঘরবাড়ি ধসে পড়েছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ টেনে বের করছেন এবং আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

এর দুই মাস আগেই পূর্ব আফগানিস্তানে আরেকটি ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। ধারাবাহিক ভূমিকম্পে আতঙ্কে দিন কাটাচ্ছে আফগান জনগণ।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য