সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বপ্রথমবার এত ভারী স্যাটেলাইট মহাকাশে পাঠাল ভারত, নায়ক ‘বাহুবলী’ রকেট

প্রথমবার এত ভারী স্যাটেলাইট মহাকাশে পাঠাল ভারত, নায়ক ‘বাহুবলী’ রকেট

আন্তর্জাতিক: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তৈরি কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস–০৩’। রোববার বিকেল ৫টা ২৬ মিনিটে নির্ধারিত সময়েই এই ভারী উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। প্রায় ৪ হাজার ৪১০ কেজি ওজনের উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দিয়েছে ভারতের তৈরি রকেট এলভিএম৩-এম৫, যা জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে।

ইসরো এর আগেও সাড়ে পাঁচ হাজার কেজিরও বেশি ওজনের উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে, তবে তা ভারতের বাইরে থেকে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ফরাসি সংস্থা এরিয়ানস্পেসের সহযোগিতায় ৫ হাজার ৮৫৪ কেজি ওজনের উপগ্রহ ‘জিস্যাট–১১’ মহাকাশে পাঠানো হয়েছিল ফ্রেঞ্চ গায়ানার কোউরু উৎক্ষেপণ কেন্দ্র থেকে। তখন ‘এরিয়ান–৫ ভিএ–২৪৬’ রকেট ব্যবহার করা হয়েছিল।

কিন্তু এবার ইতিহাস গড়ল ভারত। দেশের মাটি থেকেই ৪ হাজার ৪১০ কেজির এই ভারী উপগ্রহ মহাকাশে পাঠানো হলো। ভারতের তৈরি রকেটেই এমন ভারী উপগ্রহ উৎক্ষেপণ এটাই প্রথম। এলভিএম৩-এম৫ রকেটকে বিজ্ঞানীরা আদর করে ‘বাহুবলী’ বলে ডাকেন। প্রায় ৪৩.৫ মিটার লম্বা এই রকেট সহজেই ভারী উপগ্রহ মহাকাশে পৌঁছে দিতে সক্ষম।

এটি এলভিএম৩ রকেট সিরিজের পঞ্চম সংস্করণ, যা চার হাজার কেজিরও বেশি ওজনের উপগ্রহকে তুলনামূলক কম খরচে জিটিও–তে পৌঁছে দিতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই উপগ্রহটি যোগাযোগের পাশাপাশি সামরিক নজরদারির কাজেও ব্যবহৃত হতে পারে, যদিও এ বিষয়ে ইসরোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

ইসরো জানিয়েছে, সিএমএস–০৩ একটি বহুমুখী যোগাযোগ উপগ্রহ, যা ভারতের মূল ভূখণ্ডসহ ভারত মহাসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় উন্নত যোগাযোগ সেবা প্রদান করবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য