নিজস্ব প্রতিবেদক. আজ (শনিবার, ১ নভেম্বর) থেকে একজনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সিমকার্ড আর সক্রিয় থাকবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, যেসব এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, সেগুলোর অতিরিক্ত অংশ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা।
বিটিআরসি বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য— অবৈধ ব্যবহার ঠেকানো ও মোবাইল সংযোগের নিরাপত্তা জোরদার করা।
গ্রাহকদের নিজ উদ্যোগে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্তগুলো ডি-রেজিস্ট্রার বা মালিকানা পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কমিশন ও অপারেটররা নিজেরাই অতিরিক্ত সিমগুলো বাতিল করবে।
বিটিআরসি চেয়ারম্যান এমদাদুল বারী জানিয়েছেন, ডিসেম্বরের পর থেকে কারও এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম থাকবে না।
অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা জোরদার ও আসন্ন জাতীয় নির্বাচনের আগে সিম সীমা ১০ থেকে ৭-এ নামানো হবে, এবং ভবিষ্যতে তা আরও কমে সর্বোচ্চ ২টি পর্যন্ত হতে পারে।
আপনার নামে কয়টি সিম আছে জানবেন যেভাবে
নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে—
মোবাইল থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা লিখে পাঠালেই পাওয়া যাবে তথ্য।
বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, সময়মতো অতিরিক্ত সিম বন্ধ না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই এখনই যাচাই করে নিজের সিম সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
