সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeসারাদেশবরিশালবিএনপি ও জাতীয় পার্টির সংঘর্ষ আহত ৫০

বিএনপি ও জাতীয় পার্টির সংঘর্ষ আহত ৫০

ভোলা প্রতিনিধি. একইদিন দুপুরে ভোলার নতুন বাজার এলাকায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। সকাল থেকে উভয় দলের কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচির পর বেলা পৌনে ১টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুটি মিছিল মুখোমুখি হলে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে অন্তত ৪৫ জনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, এর মধ্যে আটজনকে বরিশালে পাঠানো হয়েছে।

বিএনপির সদস্যসচিব রাইসুল আলম অভিযোগ করেন, *“আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিজেপির কর্মীরা ইটপাটকেল ছুড়েছে।”অন্যদিকে বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম দাবি করেন, বিএনপি তাদের উপর হামলা চালিয়েছে।

ভোলা মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য