বিনোদন ডেক্স. অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। একসময় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালের মাঝামাঝি থেকে পর্দায় ছিলেন অনিয়মিত। এবার দীর্ঘ দুই বছরের বিরতি শেষে নতুন নাটক ‘এমন দিনে তারে বলা যায়’–এর মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন সারিকা।
জাহিদ প্রীতম পরিচালিত এই নাটকটি প্রকাশ পেয়েছে গত বৃহস্পতিবার ইউটিউবে। নাটকে সারিকা অভিনয় করেছেন রোশনি চরিত্রে—যদিও চরিত্রটির পরিসর সীমিত, কিন্তু তাঁর সংলাপ ও উপস্থিতি দর্শকদের মন জয় করেছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মীর রাব্বি ও প্রিয়ন্তী ঊর্বী।
নিজের ফিরে আসা নিয়ে সারিকা সাবাহ বলেন, “এটা আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস বলা যায়। প্রায় দুই বছর পর কোনো ফিকশনে কাজ করলাম। আসলে ফিটনেস আর ‘গুলমোহর’ ওয়েব সিরিজের প্রস্তুতির জন্যই বিরতি নিতে হয়েছিল।”
অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, “‘ফ্যামিলি ক্রাইসিস’-এর পর বারবার একই ধরনের চরিত্রের প্রস্তাব পাচ্ছিলাম, যা আমাকে অনুপ্রাণিত করছিল না। আমি সবসময় নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। ভালো চরিত্র পেলে নিয়মিত কাজ করব।”
দর্শকদের জন্য নতুন চমকও রেখেছেন সারিকা সাবাহ। তিনি জানান, খুব শিগগিরই আরও কিছু নাটক ও ওয়েব কনটেন্টে তাঁকে দেখা যাবে
