আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সদস্য ও উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আব্বাস আলী গন সংযোগ ও লিফলেট বিতরণ করেছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটকে না বলুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ক্রমে ঐক্যের ডাকে জয়পুরহাট -২ আসনের বিএনপির নির্যাতিত তিন মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মো আব্বাস আলী,সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান মাসুদ, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ফজলে কাদের সোহেল এর নেতৃত্বে আক্কেলপুর উপজেলার গুপিনাথপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ও বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটকে প্রত্যাখ্যান করে এক বিক্ষোভ মিছিল ও তাৎক্ষণিক সমাবেশ করেন।
এসময় সাবেক ছাত্রনেতা আব্বাস আলী বলেন আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মামলা হামলা,গুম খুন,কারাবরণের পর সকল রাজনৈতিক দলের রাজনীতি করার পরিবেশ তৈরী হয়েছে, সেই পরিবেশের মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে গণমানুষের প্রত্যাশা পুরুণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রানী হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে ক্ষমতার লোভে পড়ে তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
কেন্দীয় সেচ্ছাসেবকদলের সাবেক নেতা মাসুদুর রহমান মাসুদ বলেন আমরা জেল,জুলুম,হুলিয়া, নির্যাতন নিপিড়ন সয্য করে বিএনপির রাজনীতি করেছি, চাকরী হারিয়েছি, পরিবারের সকলের সাথে অবিচার করেছি। আমার ছোট ভাই আব্বাস আলী অনেক কয়েকবার মৃত্যুর মুখোমুখি হয়ে রাজনীতি করছে আপনাদের জন্য, দলের জন্য ও জনগণের জন্য। আমি অথবা আমাদের ঐক্যের ভীতর থেকে যাকেই বিএনপি ধানের শীষের প্রতিকে মনোনিত করবে তাকেই বিজয়ী করে ঘরে ফিরবো।
উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মস্ত,মামুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাইজিদ মন্ডল, জেলা জিয়া সাইবার ফোর্স এর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সাহাদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রায়হান আলী,আবু কাহার,ফজলুর রহমান, আব্দুর রহিম, সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
