আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় আক্কেলপুর পৌর সদরের ঐতিহাসিক হযরত শাহ মাখদুম (রহ.) ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া ও দুটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনামুখি উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আক্কেলপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নারিকেল ও আমগাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান, ইউপি সদস্য মজনু মেম্বার, আক্কেলপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল হোসেন, সহসভাপতি লিটন হোসেনসহ যুব ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে রিয়াদ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দার বলেন,“গাছ শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি আমাদের জীবন রক্ষাকারী শক্তি। পরিবেশ রক্ষায় প্রত্যেকেরই বেশি করে গাছ লাগানো উচিত।”
তিনি আরও বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ।”
রিয়াদ সিকান্দার বলেন, “যুবদল জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণশক্তি। এই সংগঠনের প্রতিটি কর্মী গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। আগামী দিনের লড়াইয়ে যুবদল মাঠে থাকবে জনগণের পাশে।”
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার শপথ নেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
