সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeসারাদেশবৃষ্টি থামাতে পারেনি জনস্রোত, জয়পুরহাটে বিএনপির শোডাউন

বৃষ্টি থামাতে পারেনি জনস্রোত, জয়পুরহাটে বিএনপির শোডাউন

সুলতান মাহমুদ. জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বৃষ্টিকে উপেক্ষা করে শোডাউন করেছে বিএনপি নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে তারা জমায়েত হয়ে দুপুর ১টার পর প্রবল বৃষ্টির মধ্যেই র‌্যালি ও মোটরসাইকেল শোডাউন বের করেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়।

এই শোডাউনে অংশ নেন জয়পুরহাট-২ আসনের বিএনপির তিন সম্ভাব্য প্রার্থী—কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বিপুল সংখ্যক নেতাকর্মীও এতে অংশ নেন।

নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা কর্মসূচি প্রচার এবং সংগঠনের ঐক্য জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

সমাবেশে বক্তারা দলের ভেতরের বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য