সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeস্বাস্থ্যঅন্যান্যবিএনপির সিদ্ধান্ত ‘বিবাহের মতো

বিএনপির সিদ্ধান্ত ‘বিবাহের মতো

নিজস্ব প্রতিবেদক. নির্বাচন আগে না গণভোট রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি অনলাইনে ‘না’ বলার প্রচারণা চালাচ্ছে, কিন্তু তাদের ‘না’ বলার কোনো সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, বিএনপি ইতিমধ্যে জুলাই সনদে সই করেছেন, তাই তাদের এখন বিরোধিতা করার কোনো উপায় নেই।

পাটওয়ারী বলেন, বিএনপির সই হওয়া পদক্ষেপ ‘বিবাহের মতো’ একবার রাজি হয়েছেন, তাই এখন উল্টো বলার অবকাশ নেই। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, দলের কিছু কর্মকাণ্ডে “মুখে এক অন্তরে আরেক” আচরণ দেখা যাচ্ছে। গণভোট বিষয়ে জামায়াত ভবিষ্যতে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে পারে।

এনসিপি নেতা আরও বলেন, বিচার ও প্রশাসন সংস্কারের জন্য তৈরি জুলাই সনদ নিয়ে সুপারিশ কমিশন রিপোর্ট দিয়েছে। তিনি ড. ইউনূসের আদালতের উদাহরণ দিয়ে বলেন, খেলার মাঠ যেমন পিছলা, ঠিক তেমনি আইন প্রণয়ন ও রাজনৈতিক সিদ্ধান্তে সতর্কতা প্রয়োজন। আইন উপদেষ্টা আসিফ নজরুল যদি সুপারিশনামা প্রকাশ না করেন, তিনি অসৎ উদ্দেশ্যে এটি ব্যবহার করতে পারেন। তাই এনসিপি দাবি করছে, প্রথমে সুপারিশনামা প্রকাশ করা হোক, তারপর তারা সই করবে।

এই বক্তব্য দেন তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যত পথরেখা’ শীর্ষক আলোচনায়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য