ক্রীয়া ডেক্স. ইংলিশ প্রিমিয়ার লিগের গৌরবময় ইতিহাসে এবার যুক্ত হলো চেলসির জার্সিতে অসংখ্য জাদুকরি মুহূর্ত উপহার দেওয়া বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডের নাম। তিনি এখন ‘প্রিমিয়ার লিগ হল অব ফেমের’ ২৬তম সদস্য—যেখানে আছেন স্যার অ্যালেক্স ফার্গুসন, থিয়েরি অঁরি, স্টিভেন জেরার্ডের মতো কিংবদন্তিরা।
এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হ্যাজার্ড বলেন—
“এই কিংবদন্তিদের সঙ্গে তালিকায় নাম থাকা গর্বের বিষয়। আমরা একসঙ্গে দারুণ একটি দল গঠন করতে পারতাম।” চেলসির হয়ে সাত মৌসুমে ২৪৫ ম্যাচে ৮৫ গোল ও ৫৪ অ্যাসিস্ট—কিন্তু শুধু সংখ্যায় নয়, দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার অসাধারণ ড্রিবলিং, সৃজনশীলতা আর বিনোদনমূলক ফুটবলের জন্য।
চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, একটি লিগ কাপ ও দুটি ইউরোপা লিগসহ মোট ছয়টি বড় শিরোপা জিতেছেন তিনি।
রিয়াল মাদ্রিদে গিয়ে পেলেন আরও ট্রফি—লা লিগা থেকে শুরু করে ক্লাব বিশ্বকাপ পর্যন্ত। তবে চোটে ভোগা হ্যাজার্ডের সাফল্যের সেই অধ্যায় ছিল অনেকটাই নীরব।
শৈশবে ভাইদের সঙ্গে বাগানে ফুটবল খেলা এক ছেলেটি আজ পৌঁছে গেলেন ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠ মঞ্চে।
নিজের পরিবার ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হ্যাজার্ড বলেন—
“আমি ছোটবেলা থেকে শুধু মজা করার জন্য খেলতাম। কিন্তু স্বপ্ন ছিল সেরা পর্যায়ে পৌঁছানোর। দর্শকদের আনন্দ দিতে পেরেছি—এটাই আমার সবচেয়ে বড় অর্জন।”
উল্লেখ্য, গত সপ্তাহেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক গ্যারি নেভিলও হল অব ফেমে যুক্ত হয়েছেন।
২০২১ সাল থেকে প্রিমিয়ার লিগ এই সম্মাননা দিয়ে আসছে—এবারের দুই নতুন সদস্য হ্যাজার্ড ও নেভিলকে নির্বাচিত করেছেন আগের ২৪ জন হল অব ফেম সদস্য।
