সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeখেলাফাস্ট বোলিং বিভাগে নতুন শক্তি

ফাস্ট বোলিং বিভাগে নতুন শক্তি

নিজস্ব প্রতিবেদক. ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি২০তে খুব একটা ভালো ছন্দে নেই বাংরাদেশ দল। তার ওপর আবার বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম নড়বড়ে ব্যাটিং। দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে কোনো ব্যাটসম্যানই রান করতে পারছেন না। ওয়ানডে, টেস্ট কিংবা টি২০ সব ফরম্যাটেই যেন একই চিত্র। বিশেষ করে ওয়ানডেতে একেবারে ছন্নছাড়া দলের ব্যাটসম্যানরা।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও সেখানেও ছিল ব্যাটারদের অধারাবাহিকতার ছাপ। বন্দরনগরী চট্টগ্রামে এসে ফরম্যাট বদলে টি২০ হলেও ব্যাটিং ব্যর্থতার ছাপ স্পষ্ট। ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ। সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিম হাসান সাকিব, যিনি আবার মূলত একজন পেসার।

প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে নামতে যাচ্ছে টাইগাররা। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা নিশ্চিত করেই বলা যায়। ব্যাট হাতে রান করতে পারছেন না শামীম হোসেন পাটোয়ারী, তার বদলে একাদশে ফিরতে পারেন জাকের আলি অনিক। এ ছাড়া প্রথম ম্যাচের একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ, তার জায়গায় ফিরতে পারেন শরিফুল ইসলাম।

টি২০’র আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি২০ সিরিজ জিততে প্রতিশোধ নিতে চায় ক্যারিবীয়রা। এখন পর্যন্ত টি২০তে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ : ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে ও জেডন সিলস।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য