জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা শহরের সমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা বানুর বিরুদ্ধে অর্থনৈতিক অস্বচ্ছতা ও বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
সম্প্রতি একই এলাকার খালেকুজ্জামান, আব্দুর রহমান, শামীমুর রহমান, শফিকুর রহমান, আলমগীর কুম কুম, প্রণব বসাক, মনজুর মোরশেদ ও ফাতেমা বেগমসহ ১০ জন স্থানীয় ব্যক্তি এ সংক্রান্ত লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে জমা দেন। অভিযোগের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
অভিযোগকারীরা জানিয়েছেন, বিদ্যালয়ের স্লিপ প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, পাঠদানের সময়সূচি লঙ্ঘন, টয়লেট ও মাঠ পরিষ্কারে গাফিলতি, চারু ও কারু পরীক্ষার নামে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা আদায়সহ একাধিক অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে।
এছাড়া কিছু শিক্ষার্থীর উপবৃত্তির টাকা প্রধান শিক্ষকের নিজস্ব বিকাশ একাউন্টে নেওয়া, শিক্ষকরা শ্রেণিকক্ষে ঘুমানো বা মোবাইল ফোনে ব্যস্ত থাকা, এবং অধিকাংশ শিক্ষক শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো— এমন অভিযোগও উত্থাপন করেছেন তারা।
তবে প্রধান শিক্ষক মুক্তা বানু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগ করা হয়েছে।”
পাঁচবিবির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, “আমি সদ্য দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী বলেন, “৭ অক্টোবর তারিখের অভিযোগপত্রটি আমাদের অফিসে পৌঁছেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
