বিনোদন ডেক্স. ঢালিউডের জনপ্রিয় নায়ক জায়েদ খান আবারও আলোচনায়। এবার বিষয় তার ব্যক্তিগত জীবন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ছবিতে দেখা গেছে, তিনি এক নারীর সঙ্গে পোজ দিয়েছেন। ছবির হাসি, পোশাক ও ফ্রেম দেখে অনেকে ধারণা করছেন, নায়ক নতুন জীবন শুরু করেছেন।
কিন্তু কার সঙ্গে বিয়ে করেছেন, কখন হয়েছে—সবই এখনো অজানা। নায়কের ঘনিষ্ঠরা এবং তার পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি। কেউ কেউ ধারণা করছেন, কোনো অনুষ্ঠানে ছবি তুলতে গিয়ে এমন ছবি ছড়িয়ে পড়েছে।
জায়েদ বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। ২০২৪ সালের মাঝামাঝি তিনি ব্যক্তিগত কাজে দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে আর দেশে ফেরেননি। তার বিরুদ্ধে রাজনৈতিক কারণেও কিছু মামলা হয়েছে।
ঢালিউডে দীর্ঘদিন ধরে সক্রিয় এই নায়ক ও প্রযোজককে অনেকেই ‘ঢালিউডের সালমান খান’ হিসেবে চেনেন। ব্যক্তিগত জীবন, প্রেম ও চলচ্চিত্র সংক্রান্ত বিতর্ক প্রায়ই আলোচনার শিরোনামে থাকে। আগে তার প্রেমের গুঞ্জন ছিল অপু বিশ্বাস, পপি ও নায়িকা মাহির সঙ্গে।
