অনলাইন ডেক্স. বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটে বেটিং বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই অভিযান চালাতে গিয়ে প্রাণনাশের হুমকির মুখোমুখি হতে হচ্ছে।
বুলবুল বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট—ক্রিকেটে বেটিং বন্ধ করা। ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডেতে ছয়জনকে ধরা হয়েছে। বেটিংয়ের নেটওয়ার্ক বিশাল, কিন্তু আমরা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছি।”
আগস্টে বিসিবি সাবেক আইসিসি অ্যান্টি-করাপশন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। বুলবুল জানান, ইউনিটকে শক্তিশালী করতে সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “স্টেডিয়ামের আশপাশের ভবন এক লাখ টাকায় ভাড়া হয় এবং সেখান থেকেই বেটিং হয়। নেটওয়ার্ক এত বড় যে ঘরোয়া ক্রিকেটেও ঢোকার চেষ্টা করছে। একদিনে এটি বন্ধ করা সম্ভব নয়, তবে ধীরে ধীরে বন্ধ হবে।”
দেশের ক্রিকেট প্রসারেও তিনি ভাবনা জানিয়েছেন। বুলবুল বলেন, “আমরা চাই দেশের সব অঞ্চলে ক্রিকেট খেলুক—ছেলে-মেয়ে, বাবা-মেয়েও।
