আন্তর্জাতিক. আমেরিকার উপকণ্ঠে ক্যারিবিয়ান সাগরে একটি মাদকবাহী ডুবোজাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী। অভিযানে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ, ডুবোজাহাজটিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ছিল, যা যুক্তরাষ্ট্রে পাচারের চেষ্টা চলছিল।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, হামলায় ডুবোজাহাজে থাকা চার জনের মধ্যে দুজন নিহত হয়েছেন। বাকি দুজন, যাদের একজন ইকুয়েডর ও অন্যজন কলম্বিয়ার নাগরিক, তাদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।
ট্রাম্প নিজেই এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন,
“ডুবোজাহাজটি আমেরিকার দিকে আসছিল ফেন্টানিলসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে। যদি তা পৌঁছাত, অন্তত ২৫ হাজার মানুষের মৃত্যু হতে পারত। আমি থাকতে আমেরিকায় মাদক পাচার চলবে না।”
হোয়াইট হাউস অভিযানটির ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে কীভাবে মার্কিন বাহিনী সমুদ্রের মাঝে ডুবোজাহাজটি ধ্বংস করে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, নিহতদের একজন তাঁদের দেশের নাগরিক। আটক ব্যক্তিকেও দেশে ফিরিয়ে এনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প প্রশাসন মাদকবিরোধী অভিযানে জোর দিয়েছে। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে অন্তত ছয়টি মাদকবাহী জলযান ধ্বংস করেছে মার্কিন বাহিনী। অধিকাংশই ছিল স্পিডবোট, যেগুলো ভেনেজুয়েলা থেকে আমেরিকার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিল।
