সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজনীতিআজকে নির্বাচন কমিশনে যাবে এনসিপির প্রতিনিধিদল

আজকে নির্বাচন কমিশনে যাবে এনসিপির প্রতিনিধিদল

রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে যাবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক. জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল আজ রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন কার্যালয়ে যাবে। শনিবার (১৮ অক্টোবর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।

মুশফিক বলেন, আজকে বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

তবে ঠিক কী কারণে এনসিপির এ প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে সে বিষয়ে বার্তায় কিছু বলা হয়নি।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এনসিপি বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা কারণে আলোচনায় রয়েছে। তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার জন্য অনড় অবস্থায় আছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপির তা পাওয়া সম্ভব নয়।

গত ৯ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেও এ বিষয়ে কোনো সুরাহা পায়নি এনসিপির প্রতিনিধিদল।

বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন বলেন, ‘এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এবং শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। আমরা শাপলার অবস্থানেই রয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, কিন্তু ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেনি।’

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য