সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিনোদন২৫০ কোটি রুপির বাড়িতে উঠছেন রণবীর-আলিয়া

২৫০ কোটি রুপির বাড়িতে উঠছেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক: ক’দিন আগেও যে বাড়ি ছিল পুরোনো স্থাপত্য, তা হয়ে উঠেছে অতি আধুনিক। ‘কাপুর ম্যানশন’-এর নতুন এই বাড়ির নাম ‘কৃষ্ণ রাজ’। রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের নাম থেকে ‘কৃষ্ণ রাজ’ নামকরণ। ছয়তলা এই বাড়ির নকশা তৈরি করেছেন নামি স্থপতিরা।

বাড়িতে রয়েছে বিশাল বারান্দা, ব্যক্তিগত জিম, ইনফিনিটি পুল, শিশুর খেলার জায়গা, এমনকি একটি ছোট থিয়েটার। বাড়ির ভেতরে কাঠ ও মার্বেলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে আধুনিক তবে ঐতিহ্যবাহী সাজসজ্জা। এমনই এক বিশাল নতুন বাড়ির মালিক হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, মুম্বাইয়ের সেলেব পাড়ায় রণবীর-আলিয়ার স্বপ্নের বাংলো এখন সম্পূর্ণ তৈরি। বান্দ্রায় উত্তরাধিকার সূত্রে পৈতৃক ভিটা পেয়েছিলেন তারকা দম্পতি ঋষি কাপুর ও নীতু কাপুর। সেখানেই গত দেড় বছরে সুদৃশ্য বিশালাকার বাংলো বানালেন রণবীর কাপুর ও আলিয়া ভাট; যার দাম ২৫০ কোটি রুপির বেশি!

মাসখানেক আগে জানা গিয়েছিল, খুব শিগগিরই শুভক্ষণ দেখে তারা সেই বাড়িতে উঠবেন। এবার বিবৃতি দিয়ে রণবীর-আলিয়া জানালেন, দীপাবলিতে নতুন বাড়িতে পা রাখতে চলেছেন তারা।

বিবৃতিতে রণবীর-আলিয়া বলেছেন, ‘এই দীপাবলিতে শুরু হবে এক নতুন অধ্যায়। এই শুভক্ষণে আমরা যখন গৃহপ্রবেশ অনুষ্ঠান করছি, তখন আপনাদের সমর্থন কাম্য। আশা করছি, এই অনুষ্ঠানে আমাদের পরিবার-পরিজন এবং প্রতিবেশীদের গোপনীয়তার কথা মাথায় রাখবেন। এই উৎসবে আপনাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা। শুভ দীপাবলি।’

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য