সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিশ্বযুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি হামলা

একটি পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন

আন্তর্জাতিক.ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজায় একটি পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন,  এর মধ্যে সাতটি শিশু ও ৪ জন নারী রয়েছে। এই ঘটনা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিনের পর ঘটে।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, হামলা শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকায় একটি গাড়ির ওপর হয়, যখন তারা নিজেদের বাড়ির পরিস্থিতি দেখতে যাচ্ছিলেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, নিহতদের মধ্যে এখনও দুটি শিশুর মরদেহ নিখোঁজ। তারা দাবি করেছেন যে, এই হামলা কোনো কারণে হয়নি। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং মধ্যস্থতাকারীদের কাছে ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এর মধ্যে, শনিবার পর্যন্ত ইসরাইল কেনো ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং জরুরি সহায়তার প্রবাহও কঠোরভাবে সীমিত রয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য