অনলাইন ডেক্স. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চমক—ভিপি ও জিএস পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত চারটার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, ভিপি পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট, জিএস পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭ হাজার ২৯৫ ভোট। এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার ৪৪১ ভোট।
চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ছিলেন ৪৯৩ জন। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফল ঘোষণার আগে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। রাত একটার পর ভোট কারচুপির অভিযোগে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা; পরে রাত সাড়ে ৩টার দিকে তিনি মুক্ত হন।
ফল ঘোষণার আগে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থকরা আলাদা অবস্থান নিলেও কোনো সংঘর্ষ ঘটেনি। তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে রাতে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।
