রনি মজুমদার. দীর্ঘদিন পর অবশেষে চালু হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগ। মাসের পর মাস বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকা পরীক্ষার মেশিনগুলোও সচল হয়েছে।
ফলে বাধ্য হয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হওয়া রোগীরা এখন হাসপাতালেই বেশকিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে পারছেন। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগে রোগীদের দুর্ভোগ যেমন কমবে, তেমনই কমবে অর্থনৈতিক চাপও।
মঙ্গলবার (১৪ অক্টোবর) হাসপাতালের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে নিয়মিতভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্যাথলজি বিভাগে ব্যাংকে টাকা জমা দিয়ে টেস্ট করানো যাবে। চালু হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে: CBC, ESR, Hb%, PT/INR, APTT, BT, CT, Urine R/M/E (Urine C/S হবে মাইক্রোবায়োলজি বিভাগে)। এগুলো চলবে দুই শিফটে। রিপোর্ট সংগ্রহ করা যাবে রাত ৮টা পর্যন্ত।
বিভাগটির নতুন প্রধান সহযোগী অধ্যাপক ডা. দিলশাদ পারভীনও আশাবাদী। তিনি বলেন, ‘নানা কারণে প্যাথলজি বিভাগ বন্ধ ছিল। অনেকগুলো মেশিন বাক্সবন্দি পড়ে ছিল। আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি নিয়মতান্ত্রিকভাবে সেগুলো সচল করেছি। এখন টেস্টও করছি। আশা করছি, সামনের দিনে প্যাথলজি বিভাগ শুধু হাঁটবে না, দৌড়াবে। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
