সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবিনোদননেটিজ়েনদের উপর হঠাৎ কেন রেগে গেলেন সোনাক্ষী?

নেটিজ়েনদের উপর হঠাৎ কেন রেগে গেলেন সোনাক্ষী?

বিনোদন ডেস্ক: বিয়ে হওয়ার পর থেকেই নানা কারণে বিতর্কের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার স্বামী জাহির ইকবাল। এবার এই দম্পতি ফের চর্চায় উঠে এলেন আবু ধাবির শেখ জায়েদ মসজিদের কিছু ছবিকে কেন্দ্র করে।

সম্প্রতি সোনাক্ষী-জাহির মসজিদটি পরিদর্শনে যান এবং নিজেদের সেই সফরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিগুলো পোস্ট হওয়ার পরই শুরু হয় আসল বিতর্ক।

সোনাক্ষীর পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটিতে দেখা যায়, তিনি এবং জাহির দু’জনেই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন। এই ছবি দেখার পরই নেটপাড়া উত্তাল হয়ে ওঠে।

শুধু কমেন্ট বক্সেই সমালোচনা সীমাবদ্ধ থাকেনি। অনেকে সোনাক্ষী-জাহিরের জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটার ছবিটি আলাদাভাবে পোস্ট করে কড়া সমালোচনা করতে থাকেন। বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠে নামেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সব কুমন্তব্য, কটাক্ষ আর সমালোচনার জবাব দিয়ে মুখ খোলেন তিনি।

সমালোচকদের উদ্দেশ্য করে সোনাক্ষী লেখেন, ‘আপনারা দয়া করে ভালো করে দেখুন। আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম। মসজিদের মূল ভবনের ভেতরে জুতো পায়ে যাইনি।’

তার কথায়, ‘মসজিদের ভেতরে প্রবেশ করার আগেই নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখেছিলাম আমরা। এটুকু বোধ আমাদের আছে। এবার আপনারা থামুন। নিজের কাজে মন দিন।’

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য