বিনোদন প্রতিবেদক: বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের জন্মদিনে এবার অভিনব ভাবে আয়োজন হয়েছে ভারতের কলকাতায়। শহরের একদল ভক্ত আয়োজন করেছেন ‘অমিতাভ চল্লিশা পাঠ’, যেখানে পাতায় পাতায় রয়েছে কিংবদন্তি এই অভিনেতার বন্দনা।
এই ব্যতিক্রমী আয়োজন করেছে অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। ক্লাবটির সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে ধূপধুনো, ফুল, প্রদীপ ও প্রসাদ দিয়ে পূজার আয়োজন করা হয়। শুধু অভিনেতার অন্ধভক্তই নন, বচ্চন পরিবারের সঙ্গেও ব্যক্তিগত যোগাযোগ রয়েছে সঞ্জয়ের।
প্রতিবছরই অমিতাভের জন্মদিনে এমন চল্লিশা পাঠ অনুষ্ঠিত হয়। এমনকি কালীঘাট মন্দিরে তার দীর্ঘায়ু কামনায় পূজাও দেন ভক্তরা। এ বছর অমিতাভের ৮৩তম জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ৮৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
শুধু কলকাতাই নয়, ভারতের বিভিন্ন রাজ্যেও প্রতিবছর অমিতাভ বচ্চনের জন্মদিন ঘিরে হয় কেক কাটা, প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার আয়োজন। পর্দার তারকার প্রতি ভক্তদের এমন নিবেদন এখন বলিউডে এক অনন্য সংস্কৃতিতে পরিণত হয়েছে।
