সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeখেলাবিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা

ক্রীয়া ডেক্স: ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ফিরল আর্জেন্টিনা। চিলির স্তাদিও ন্যাশনাল জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে রোববার ভোরে মেক্সিকোকে ২-০ গোলে হারায় দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। আকুনিয়ার শট মেক্সিকোর গোলরক্ষক দিয়েগো ওচোয়া ফিরিয়ে দিলেও রিবাউন্ড থেকে জালে পাঠান মাহের কারিজো। গোল খাওয়ার পর বেশ কিছু আক্রমণ করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙতে পারেনি মেক্সিকো। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধেও খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টাইন যুবারা। ৫৬ মিনিটে বদলি খেলোয়াড় ভিয়ালবার পাস থেকে গতিময় শটে গোল করেন মাতেও সিলভেত্তি, ফলে ব্যবধান দাঁড়ায় ২-০। শেষদিকে মেক্সিকো মরিয়া চেষ্টা চালালেও গোল শোধ করতে ব্যর্থ হয়।

তবে ম্যাচের শেষভাগে শৃঙ্খলাভঙ্গের কারণে দুই খেলোয়াড় মাঠ ছাড়েন। গোলরক্ষক দিয়েগো ওচোয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে ৯২ মিনিটে মাঠ ছাড়েন, আর ৯৭ মিনিটে তাহিয়েল হিমেনেজ সরাসরি লাল কার্ড পান। নয়জন নিয়ে শেষ করতে হয় মেক্সিকোকে।

অন্য কোয়ার্টারফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়ে ২২ বছর পর সেমিফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচে হ্যাটট্রিক করেন নেইসার ভিয়াররেয়াল।

আগামী বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই লাতিন পরাশক্তি আর্জেন্টিনা ও কলম্বিয়া

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য