সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeরাজধানীভিসতা ইলেকট্রনিকস ও ফুটভালি অ্যাসোসিয়েশনের চুক্তি স্বাক্ষর

ভিসতা ইলেকট্রনিকস ও ফুটভালি অ্যাসোসিয়েশনের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী মাসে শুরু হতে যাচ্ছে ‘৫ম জাতীয় পুরুষ ও নারী ফুটভলি প্রতিযোগিতা-২০২৫।’ আর এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিতে যাচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড’।

এ উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) গুলশানে ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের কর্পোরেট অফিসে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স ও পিআর) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশন পক্ষে সাধারণ সম্পাদক মো. আজম আলী খান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ভিসতা ইলেকট্রনিকসের অন্যান্য কর্মকর্তাগণ এবং ফুটভলি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ফুটভলির একটি নতুন খেলা। কিন্তু নতুন খেলা হলেও খেলাটি বেশ সম্ভাবনাময়। অল্প সময়ে এটি দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো করছে। আশা করছি নতুন এই খেলাটি তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাবে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশকে সাফল্য এনে দিবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই তরুণরা বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত হোক। মাদক ও অন্যান্য খারাপ প্রবৃত্তি থেকে দূরে থাকুক। সুস্থ ও ফিট থেকে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। সে লক্ষ্যেই ভিসতা বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সংগঠনের সঙ্গে বিভিন্ন টুর্নামেন্ট ও ক্রীড়া উৎসবে যুক্ত হচ্ছে।’

এই আয়োজনে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ায় ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে মো. আজম আলী খান বলেন, ‘প্রথমেই আমি ভিসতাকে ধন্যবাদ জানাই। নতুন খেলা হওয়া সত্ত্বেও তারা ফুটভলির পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে। আশা করবো ফুটভলিকে এগিয়ে নিতে ভবিষ্যতেও ভিসতা আমাদের পাশে থাকবে। ফুটভলি দেশ ও বিদেশে ভালো করছে। নিয়মিত পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরও ভালো করা সম্ভব।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, তিন দিন ব্যাপী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও সংস্থার ৪০টি নারী ও পুরুষ দল অংশ গ্রহণ করবে। আরও জানানো হয়, এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য হলো আসন্ন এশিয়ান ফুটবলি চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড ফুটভলি চ্যাম্পিয়নশিপের জন্য খেলোয়াড় বাছাই, জাতীয় দল গঠন ও তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য